ভালোবাসি
অভিষেক ঘোষ
শুধু একটা শব্দ...  'ভালোবাসি'
উচ্চারণ-মাত্রই মাথা নীচু করে নেয়,
সমস্ত উচ্ছৃঙ্খল যুবক  ।
অনাদরে ক্ষয়ে যেতে বসা হৃদয়ে
অবদমনের শুঁয়াপোকা বদলে যায় 
রামধনু-রঙা প্রমত্ত প্রজাপতিতে...  ।
আবেশে-আদরে দোল খেয়ে ওঠে সমস্ত 
তরুণ তরুর মাথা,  সবেগে নত হয় ফুলগুলি,  
নিবেদনের মাধুর্য নিয়ে কোলে ঝরে পড়ে  ।
বার্ধক্যের বিব্রত,  করুণ,  কুঞ্চিত চর্মে
জাগে সবুজের উদ্ভাস !
তাই... ভালোবাসতে শেখার মানে,
কচি পাতার সোহাগ প্রাণে...
সহস্র স্নিগ্ধ সুরভি ঘ্রাণে
আর পা 
ফেলা অসাবধানে  !

No comments:
Post a Comment