Pages

Monday, March 15, 2021

ঠিক কবিতা ঌ : তীর্থঙ্কর সুমিত



তীর্থঙ্কর সুমিত


আত্মকথন




এখন বিশেষ কোনো ব্যথা পাইনা
চাঁদের গুহার দিকে তাকিয়ে দেখি
আমার ছায়া ___
একটানা বেশ কয়েকদিন
সহসা রাতের বেলায়
আমার মা 
ঘুম পাড়ানি গান গেয়ে
ঘুম পাড়িয়ে দেয়
স্পষ্ট অবহেলায় দেখি
ফলসা গাছটা
বেশ বড় হয়ে উঠেছে

ডানা না ঝাপটে কিভাবে আকাশে ওড়া যায়
তার একটা রিহেসাল করছি মাত্র।

No comments:

Post a Comment