তমাল চক্রবর্তী
অন্নদাতা কৃষক
কৃষক তুমি ফসল ফলাও
 লাঙ্গল কাস্তে হাতে, 
সকাল থেকে সন্ধ্যা তোমার
 মাঠেই সময় কাটে। 
কর্মঠ পরিশ্রমী উদয় অস্ত 
জমির জন্য খাটে, 
বিক্রি করে ফসলের যেন 
ন্যায্য দাম আসে। 
জোটে না তোমার দু মুঠো ভাত
 খাওয়ার সময় পাতে, 
ঋণের বোঝায় ডুবন্ত হয়ে
 অভুক্ত পেট কাঁদে। 
বিনিদ্র রাত ক্ষুধার্ত হয়ে
 চিন্তার স্রোতে ভাসে, 
আলাদিনের প্রদীপের ন্যায় 
কেউ যে নেই পাশে। 
অন্নদাতা ঈশ্বর তুমি 
দায়িত্ব তোমার কাঁধে, 
ফসল ফলাও বলেই তো সব
 অভুক্ত পেট বাঁচে।
রোদ বৃষ্টি গরম ঠান্ডা উপেক্ষা করে
 খাটছে যারা মাঠে, 
 খিদের জ্বালা মিটুক তাদের 
বাঁচুক কৃষক আগে। 

No comments:
Post a Comment