Pages

Tuesday, October 13, 2020

ঠিক কবিতা ৯ : উদয় শংকর দুর্জয় 

 





আগুন ভর্তি জাহাজ


উদয় শংকর দুর্জয় 


এক অষ্টাদশী সমুদ্রদুহিতা;

পিঙ্ক-স্ট্রব্রেরি জমা করে দীর্ঘ করেছ স্তন-সমুদয়। 

দুর্নিবার স্রোতের বিপরীতে তুমি নিভিয়ে রেখেছ 

আকাঙ্ক্ষার জলাঞ্জলি, উন্মাদ সূর্যের কাছে স্টারডাস্ট(কল্পনানুভূতি) ধার করে

বৃন্তের বেহালায় সাজিয়েছ 'সিরিয়াস'(উজ্জ্বলতম তারা)।- বাঁক থেকে 

নেমে যাওয়া রেডিয়াম প্লানেটস, এক সজ্জা-ছায়ার পাদদেশে 

অবসর বিলাস লিখিয়েছে ব্যাসার্ধের পরিচয়।

বহ্নিভরা কামনার 'আইল অফ হোয়াইট' ছেড়ে গ্যাছে

সাত-সাতটি আগুন ভরা জাহাজ। সেই কোন সময়!  ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা

1 comment: