Pages

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : উদয় শংকর দুর্জয়

 




উ দ য় শং ক র দু র্জ য় 

আলপিনে জড়ানো জ্যোৎস্না 




জোস্নার আলপিন বিঁধে আছে অযুত কাল ধরে, রেটিনার চারপাশে;

একফোঁটা কান্নার হ্রদে, ভেসে আছে নিস্তব্ধ পাঁচতলা জাহাজ।

দুপুরের রঙ ছুটে আসে বিভ্রান্তি ফেলে, একপাল নীল ঘোড়া হয়ে;

প্রত্যাহ আকাশ ভাঙে কলতান রুখে, নিশ্চুপ ক্লান্তির ফিনিক্স বেহাগ।


পাল্টাতে এসে মৃদু কলরোল, থেমে গ্যাছে উল্লাসের দল;

ভাব্বার বিষাদ লিখে, ফিরে গ্যাছে সোনালি আলবাট্রাস।

কখন যেন স্টারলিং সুর চুরি করে গায়, স্বর্নচাপার গান,

এক অষ্টাদশী রোজ তাড়িয়ে বেড়ায় নিরুদ্দেশি পেগাসাস।


ত্রিকোণী রোদ্দুরে ভেজাতে আসা অঞ্জলির গৃহদ্বার,

বিববর্ণ বেহালায় পড়ে থাকে বিভ্রমের কলতান।

আর চাইলেও নিকষ ফেরি, উড়ে আসবে না, ছেড়ে পাটাতন।

এক অন্যযানে, সমুদ্র থেকে তুলে নেবো, ধুলো সমেত রুপোলি মনিহার।।

No comments:

Post a Comment