অকৃত্রিম ভালোবাসা
বিনোদ মণ্ডল
তুমি কি পারবে বলো....
এই প্রকৃতিতে আমায় তেমন করে ভালোবাসতে?
ঠিক যেমন করে পাহাড়ি ঝর্না ভালোবাসে নদীকে নদী ভালোবাসে নীল সমুদ্রের মায়াবী হাতছানি,
আবেগে মিশে যায় দুজনে মোহনায়
মিলেমিশে হয়ে যায় একাকার
যেমন করে চাঁদ ভালোবাসে পৃথিবীকে,
পূর্ণিমা রাতে ধারকৃত মলিন আলোক মালা দিয়ে
সাজিয়ে দেয় তার প্রতিবেশী পৃথিবীকে
স্বপ্নালু আলোয় উদ্ভাসিত করে রাখে একদিক
যেমন ভাবে শিকড় ভালোবাসে মাটিকে,
সকলের অগোচরে চুপিসারে
একটু একটু করে পৌছে যায়,
মাটির অনেক গভীর থেকে গভীরতর অন্ধকারে
যেভাবে আকাশ ভালোবাসে মেঘেদের
তার বুকে জায়গা করে দেয় অবিরাম অনবরত,
যাতে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়াতে পারে মেঘ
আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আনন্দে
যেভাবে সবুজ ভালোবাসে বৃষ্টিকে
সবুজের ডাক শুনে বৃষ্টিধারা
নেমে আসে রিমঝিম নুপুরের ছন্দে
সবুজ হয়ে ওঠে আরও সবুজাভ আরও চঞ্চল
জেনো, তোমার ভালোবাসার শিকলে
ঠিক সেভাবেই আমি বাঁধা পরতে চাই বারবার।
No comments:
Post a Comment