Pages

Tuesday, October 13, 2020

ঠিক কবিতা ৯ : বিকাশ বর





কবিতার জন্মের অপেক্ষায়


বিকাশ বর

বর্ণগুলো চোখের সামনে ভাসে--
এলোমেলো শব্দ তৈরি হয়, আবার মিলিয়েও যায়
স্পষ্টভাবে ধরতে পারি না শব্দ, ছন্দ--
জলতরঙ্গে শব্দ ভাঙে, ভাবনা থমকে দাঁড়ায়
কবিতার মৃত্যু ঘটে পলে পলে।
পায়ের তলায় বয়ে যাওয়া নদীর স্রোত টের পাই
অথচ, পা ভেজাতে পারিনা শত চেষ্টাতেও!
হাপিত্যেশ করে বসে থাকি নদীর পাড়ে
এক ফোঁটা জলের আশায়, একবুক পিপাসা নিয়ে
রোজ, রোজ ফিরে আসি নিজের পায়ের তলায়।
তবুও পাড় ভাঙে, উদ্দাম জলস্রোতে প্রতিদিন--
নদীগর্ভে মিলিয়ে যায় ঘরবাড়ি গৃহস্থালি-
কলম হাতে বসে থাকি কবিতার জন্মের অপেক্ষায়
অস্থির শব্দগুলো ধরতে গেলে, সময় হেসে ওঠে
বলে, অস্থির সময়ে কী আর কবিতার জন্ম হয় !
ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা

1 comment: